বুধবার , ২৮ মে ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. পার্বত্য জেলা
  13. ফুটবল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

চট্টগ্রামে মোবাইল ছিনতাই বেড়েই চলেছে, আতঙ্কে নগরবাসী

প্রতিবেদক
Inside News
মে ২৮, ২০২৫ ৭:৫১ পূর্বাহ্ণ   প্রিন্ট সংস্করণ

ইনসাইড ডেস্ক:- চট্টগ্রাম মহানগরে মোবাইল ছিনতাই আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। দিনে-দুপুরে ব্যস্ততম সড়ক কিংবা জনসমাগমপূর্ণ এলাকাতেও নিরাপদে মোবাইল ব্যবহার এখন চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে। নগরীর জিইসি মোড়, টাইগারপাস, আন্দরকিল্লা, অক্সিজেন মোড়, বহদ্দারহাট, অলংকার মোড়, নিউ মার্কেট, দুই নম্বর গেইট, আগ্রাবাদ এবং ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এলাকা—প্রতিদিনই এ ধরনের ছিনতাইয়ের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

ভদ্রলোকের ছদ্মবেশে রাস্তায় দাঁড়িয়ে থাকা ছিনতাইকারীরা সুযোগ বুঝে মোবাইল ফোন কেড়ে নেয়। বিশেষ করে মোবাইলে কথা বলা কিংবা ব্যস্ত থাকা পথচারীরা বেশি আক্রান্ত হচ্ছেন। কখনো ধাক্কাধাক্কির ভেতর, কখনো আবার কথার ফাঁকে কৌশলে মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায় তারা।

পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে মোবাইল ছিনতাই এখন সংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হচ্ছে। একাধিক গ্রুপ ভাগ হয়ে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেয়। ছিনতাইয়ের পর মোবাইল দ্রুত বিক্রির জন্য নির্দিষ্ট কিছু চোরাই মার্কেটের সহায়তা নেয়া হচ্ছে।

সাধারণ পোশাকে রাস্তায় দাঁড়িয়ে থাকে।মোবাইল ব্যবহাররত পথচারীকে টার্গেট করে।ধাক্কা বা হালকা কথার ফাঁকে মোবাইল ছিনিয়ে নেয়।দলবদ্ধভাবে ভিড়ের মধ্যে কাজ করে।ছিনতাই শেষে দ্রুত গলির ভেতর পালিয়ে যায়।

এবিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে জানতে চাইলেচট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ক্রাইম বিভাগের ডিসি আলমগীর হোসেন বলেন, ছিনতাই প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সাদা পোশাকে টহল জোরদার করা হয়েছে।

তবে ভুক্তভোগীদের অভিযোগ, ছিনতাইকারীরা দিনের পর দিন একই এলাকায় তৎপর থাকলেও অনেক সময় যথাযথ পদক্ষেপ নেয়া হয় না। থানায় অভিযোগ করতে গেলে অনেকে হয়রানির শিকার হচ্ছেন বলেও দাবি করেছেন ভুক্তভোগীরা। বিশেষজ্ঞরা মনে করেন, শুধু অভিযান নয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিন্ডিকেট ভেঙে ফেলা জরুরি।

নগরবাসীর অভিযোগ, প্রতিদিন বাড়তে থাকা মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর ও গোছানো পদক্ষেপ নিতে হবে বলেই মনে করছেন সবাই। পাশাপাশি নাগরিকদেরও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হতে হবে আরও সচেতন ও সতর্ক।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় সপ্তম

জিম্মিদের উদ্ধারে ‘মধ্যস্থতাকারী’দের সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ

জুলাই শহীদদের ইছালে সাওয়াবের উদ্দেশ্যে পতেঙ্গায় চট্টগ্রাম মহানগরী জামায়াতের খাবার বিতরণ কর্মসূচীতে- নজরুল ইসলাম

লিটারে ডিজেল ৭৫ পয়সা, পেট্রোল ৩ ও অকটেনের দাম ৪ টাকা কমলো

রূপগঞ্জে শিশু হত্যায় চারজনের মৃত্যুদণ্ড

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

শিশুদের ওপর অন্যায্য চাপ সৃষ্টি না করতে প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

উন্নয়ন বাজেটে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে পরিবহন-বিদ্যুৎ-গৃহায়ণ খাত

আলীকদমে আর্থিক সহায়তা প্রদান করেছেন আলীকদম সেনা জোন