চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “দেশি-বিদেশি আধিপত্যবাদের দালালদের জনগণ আসন্ন নির্বাচনে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে।”
৪ জুলাই নগরীর ১২ নম্বর সরাইপাড়া প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত গণসংযোগ-পরবর্তী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, “দেশবিরোধী শক্তি ও আধিপত্যবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা বিশ্বাস করি, জনগণ এবার জামায়াতকেই বিজয়ী করবে এবং ইসলামি আদর্শের পক্ষেই রায় দেবে।”
অধ্যক্ষ হেলালী আরও বলেন, “ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। ইনশাআল্লাহ, এই নির্বাচনে হেলালীর জয় নয়, ইসলামের বিজয় নিশ্চিত করতেই আমরা এগিয়ে যাব।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড়তলী থানা জামায়াতের আমীর নুরুল আলম। তিনি বলেন, “আমরা সংকীর্ণ ও সুবিধাবাদী রাজনীতিতে বিশ্বাস করি না। জামায়াতে ইসলামি সবসময় ইসলামী আদর্শকে সামনে রেখেই রাজনীতি করে আসছে এবং সে পথেই আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”
১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এডভোকেট মাহবুবুল আলম বলেন, “নির্বাচন আমাদের জন্য দ্বীনের বার্তা পৌঁছে দেওয়ার একটি সুযোগ। ইনশাআল্লাহ, আমরা সেটিকে কাজে লাগাব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড জামায়াতের আমীর জহিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক তাজুল ইসলাম, ইব্রাহীম মীর, জাফরুল ইসলাম, নাসিরুদ্দিন, মাসুদুল করিমসহ আরও অনেকে।