চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীরা দীর্ঘদিন ধরে দালাল চক্রের ফাঁদে পড়ে হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে বিভিন্ন জেলা ও গ্রামাঞ্চল থেকে আসা দরিদ্র রোগীদের লক্ষ্য করেই সক্রিয় থাকে এসব চক্র। তারা নানা কৌশলে রোগীদের বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা নির্দিষ্ট ঔষধের ফার্মেসীর কাছে নিয়ে গিয়ে অর্থ হাতিয়ে নেয়।
এই পরিস্থিতি মোকাবেলায় র্যাব-৭ অবশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। বুধবার (২৫ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ বিশেষ অভিযানে সরাসরি হাসপাতালে অভিযান চালানো হয়।
অভিযানে হাসপাতালে অবস্থানরত ও সক্রিয় অবস্থায় থাকা ২১ জন দালালকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।অভিযানে অংশ নেওয়া র্যাব সদস্যরা জানান,দালালদের চিহ্নিত করতে আগে থেকেই গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছিল। গ্রামের সহজ-সরল মানুষদের টার্গেট করে এই দালাল চক্র প্রতারণা করে আসছিল। এদের দৌরাত্ম্য বন্ধ করতে নিয়মিত অভিযান পরিচালিত হবে।”
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে দালাল মুক্ত করতে এমন অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকেও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে যেন দালালরা আর সুযোগ না পায় রোগীদের সঙ্গে প্রতারণা করতে।