বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. পার্বত্য জেলা
  13. ফুটবল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

পুটিবিলায় জহির উদ্দিনকে হত্যার দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
Inside News
জুলাই ২৪, ২০২৫ ১২:২১ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

মিজান লোহাগাড়া

চট্টগ্রামের লোহাগাড়া পুটিবিলা ইউনিয়ন এর ৮নং ওয়ার্ড গৌড়স্হান নয়াপাড়া জহির উদ্দিনকে নির্মমভাবে পরিকল্পিতভাবে হত্যা করায় খুনি সাহাব উদ্দিন, নাজিম উদ্দীন, জোবায়ের,রিয়াদ, মূল হোতা হোসেন গং সহ সকল হত্যাকারীদের ফাঁসি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন পালিত হয়৷

মানববন্ধনে অভিভাবক, স্হানীয় সমাজ প্রতিনিধি,শিক্ষক,ছাত্রপ্রতিনিধি,মসজিদের ইমাম ও সংবাদকর্মি অংশগ্রহণ করেন৷

এসময়ে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, স্হানীয় সমাজ কর্মি মোঃ তাফসির উদ্দিন,প্রবাসি উমর আলি, আয়ুব সিকদার,আব্দুল আজিজ সিকদার,মেহেরআলী,মনির আহমদ,আব্দুল নুরসহ প্রমুখ।

এসময়ে বক্তারা বলেন,আমরা পুটিবিলা ইউনিয়নবাসি এই কুচক্রের দ্বারা ভিবিন্ন দিক দিয়ে হুমকির মুখে আছি৷ তাদের হাত ধরে আমাদের পুটিবিলায় এই পর্যন্ত পরপর ৫টা নির্মম হত্যাকান্ডের ঘটনা ঘটে৷ গত ১৩-০৭-২৫ তারিখে জহির উদ্দিনকে নির্মমভাবে হত্যার পরেও তারা থেমে নেই৷ গত ২২ জুলাই জগন্যতম নাটক সাজিয়ে বাড়িতে ডাকাতি করছে বলে জহির উদ্দিনের পরিবারকেসহ এলাকাবাসিদের অপমানিত করলেন৷

বক্তারা আরো বলেন,মিথ্যা সংবাদ সম্মেলনের এখনো পর্যন্ত এক বিন্দু পরিমাণ সত্যতা মিলেনি৷ হত্যাকারিরা বিগত স্বৈরাচারী আওয়ামী আমলের সময়েও মানুষদের সবসময়ই হুমকির মুখে রাখতো৷ আমরা (পুটিবিলার) সর্বস্তরের জনসাধারণের পক্ষ হতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লোহাগাড়া থানা প্রশাসনের মাধ্যমে হত্যাকারিদের উপযুক্ত শাস্তি এবং ফাঁসি দাবি জানায়৷

এই ঘটনায় নিহতের স্রী বাদী হয়ে ওইদিনই লোহাগাড়া থানায় হত্যা মামলার দায়ের করেন৷

সর্বশেষ - অপরাধ