সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সকল ইসলামী দল গুলো নিয়ে বৃহত্তর নির্বাচনী জোট গঠন করবে জামায়াতে ইসলামী।
এছাড়া এ জোট তিনশত আসনে একক প্রার্থী দিবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর পরিবেশ বিজ্ঞানী ড. নজরুল ইসলাম।
তিনি আরো বলেন, আমরা তাদেরকে বিজয়ী করে এ দেশে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার লক্ষেই কাজ করে যাচ্ছি। আর ইসলামী সমাজ প্রতিষ্ঠা হলে দেশে দূর্নীতিমুক্ত ও বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
শুক্রবার ০৪ জুলাই২৫ ইং সকালে ফকিরহাটস্হ উপজেলা মডেল মসজিদের কনফারেন্স হল রুমে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের উদ্যোগে প্রাক্তন ছাত্র দায়িত্বশীলদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দান কালে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠান চলাকালে জাতীয় পার্টির চট্টগ্রাম জেলা সহ সম্পাদক দিদারুল আলম জামায়াতে ইসলামে যোগদান করেন।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোঃ তাহের এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন শিকদার।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী জসিম উদ্দীন আজাদ,উপজেলা সভাপতি মিছবাহুল আলম রাসেল,মিডিয়া সম্পাদক আবুল হোসেন ও উত্তর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এ্যাড.হুসাইন মুহাম্মদ আশরাফ।