নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী (এফসিএ)। পাশাপাশি সম্মিলিতভাবে অ্যালামনাইকে এগিয়ে নিতে আগামী ৪ জুলাই অনুষ্ঠিতব্য ঈদ পুনর্মিলনীতে সবাইকে অংশ নিতে উদাত্ত আহ্বান জানান।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে আসলাম চৌধুরী এই আহ্বান জানান।
বিবৃতিতে তিনি জানান, সর্বসম্মতিক্রমে আহ্বায়কের দায়িত্ব নেওয়ার পর আমাকে সবাই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের জন্য বললে, আমিও তাতে একাত্মাতা পোষণ করি। আমি বিশ্বাস করি, এই পুনর্মিলনীর মাধ্যমে সবার সংযোগ হবে এবং একটা যৌক্তিক ঐক্যমতে পৌঁছে সংগঠনকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে পারব।
তবে সাম্প্রতিক সময়ে এই অনুষ্ঠানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, অশোভন বক্তব্য ও বিভাজনের ভাষা ব্যবহার করায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি মনে করি সদস্যদের লেখালেখিতে তৈরী হওয়া এরকম বিব্রতকর পরিস্থিতির অবসান হওয়া উচিত।
বিবৃতিতে তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রজ এসএম ফজলুল হক এবং অনুজ মুতাসিম বিল্লাহ ফারুকীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ঈদ পুনর্মিলনীতে অতিথি হয়ে অংশ নিন, মতামত দিন। প্রাক্তন শিক্ষার্থীরা যদি আপনাদের নেতৃত্ব গ্রহণ করেন, তাহলে আমার আহ্বায়ক থাকার প্রয়োজন নেই।”
তিনি মাহমুদুর রহমান মান্না, মাজহারুল হক শাহ, জসিম উদ্দীন সরকারসহ সব প্রাক্তন ভিপি এবং প্রাক্তন শিক্ষার্থীদের ৪ জুলাই জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় ঈদ পুনর্মিলনীতে উপস্থিত থাকার আহ্বান জানান।
এদিকে ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রচার, প্রকাশনা ও মিডিয়া উপকমিটির এক সভায় অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী।
তিনি বলেন, ঈদ পুনর্মিলনীকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আমরা অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে আমরা প্রশাসনসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। অনুষ্ঠান সফল করতে প্রশাসনের সব ধরনের সহযোগিতা থাকবে বলে আমাদের আশ্বাস দিয়েছেন সিএমপি কমিশনার।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) রুহুল কুদ্দুস বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের অনুমতি চেয়ে একটি আবেদন করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেউ উপস্থিত থাকবে না, এই শর্তে আবেদনটি প্রক্রিয়াধীন আছে। #