চট্টগ্রামের বোয়ালখালীতে চুলার আগুন লেগে পুড়ে গেছে দুই বসতঘর। শনিবার (৯ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, বোয়ালখালী থানাধীন শাকপুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মিলন চৌধুরী নামে একজনের বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রান্নার ঘরে লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত।
এর আগে, শুক্রবার সন্ধ্যায় বোয়ালখালীর সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর গ্রামেও চুলার আগুনে ১২ বসতঘর পুড়ে যায়।
সম্পাদকীয় কার্যালয়
২১৭, এফপিএল ভবন (২য় তলা),
টেকনিক্যাল মোড়, বায়েজিদ, চট্টগ্রাম।
ই-মেইল: [email protected]