মঙ্গলবার , ৩ জুন ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইটি বিশ্ব
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. ঈদুল ফিতর
  8. ক্রিকেট
  9. খেলা-ধুলা
  10. জাতীয়
  11. দুর্ঘটনা
  12. পার্বত্য জেলা
  13. ফুটবল
  14. বাংলাদেশ
  15. বিনোদন

নিজেই গুমের শিকার”—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার দাবি সালাহউদ্দিন আহমদের

প্রতিবেদক
Inside News
জুন ৩, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ   প্রিন্ট সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে নিজে গুমের শিকার হওয়ার অভিযোগ জমা দিয়েছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম-খুনে জড়িত সকলের বিচার দাবি করেছেন।

মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে লিখিত অভিযোগ জমা দেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। অভিযোগপত্র জমা দিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, গুম-খুনের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে।

সালাহউদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ পর্যন্ত গুম-খুনের বিষয়ে দৃশ্যমান কোনো আইনি অগ্রগতি দেখা যাচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতি এই অপরাধকে উৎসাহ দিচ্ছে।”

তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম-খুনের সঙ্গে জড়িত সকলের বিচার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে যারা এ পর্যন্ত গুমের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন, তাদের যথাযথ সাজা নিশ্চিত করা এবং যারা এখনও পলাতক রয়েছেন, তাদের খুঁজে বের করার জন্য ট্রাইব্যুনালকে আহ্বান জানান।

তিনি আরও বলেন, “সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানসহ গুমে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। এই সরকারের দায়িত্ব হলো দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং গুম-খুনের মত বর্বর কর্মকাণ্ড চিরতরে বন্ধ করা।”

নিজের গুম হওয়ার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, “২০১৫ সালের ১০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে ঢাকার উত্তরার একটি বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র ব্যক্তিরা আমাকে তুলে নিয়ে যায়। ৬১ দিন পর আমাকে আরেকটি দেশে পাচার করা হয়। আমি যে রুমে ছিলাম, তার বর্ণনাসহ নানা তথ্য গুম কমিশনের কাছে তুলে ধরেছি।”

এ সময় তিনি বলেন, “আমি আগেই তাদের সঙ্গে যোগাযোগ করে আজ গুম কমিশনে এসেছি। আমাদের লক্ষ্য—সত্য উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করা।”

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের খাবার বিতরণ কর্মসূচিতে জেলা আমীর

নিজেই গুমের শিকার”—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার দাবি সালাহউদ্দিন আহমদের

বাংলাদেশ-শ্রীলঙ্কা ফাইনাল সোমবার

সীমান্তরক্ষীদের ফেরত পাঠাতে কাজ করছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা।

আনোয়ারায় জিপিএ-৫ প্রাপ্তদের ছাত্রশিবিরের সংবর্ধনা

বাসা বা দোকান ভাড়ার অ্যাডভান্সের জাকাত কে দেবে?

বেইলি রোডে সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে: সিআইডি প্রধান

কেএনএফ ইউনিফর্ম তৈরির কাপড় উদ্ধার: সাবেক এমপি ছালামের ভাইসহ গ্রেপ্তার ৪

রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ