নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির আনোয়ারা উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) মমতাজ কনভেনশন হলে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাত্রশিবির আনোয়ারা উপজেলা শাখা এ আয়োজন করে। অনুষ্ঠানে ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক সংবর্ধিত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী। তিনি বলেন, মেধাবীদের শুধু নিজের জন্য নয়, সবার জন্য কাজ করতে হবে। নিজেদের মেধাকে মানুষের ও দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। ছাত্রশিবির একটি মহৎ সংগঠন, যারা দেশের সকল শিক্ষার্থীর উন্নয়নে কাজ করতে চায়। আজকের এই আয়োজন আনোয়ারা উপজেলার শিক্ষার্থীদের জন্য মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করি।
আনোয়ারা শহর শাখার সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও পশ্চিম শাখার সভাপতি ওয়াহিদুল ইসলাম সাইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমিন। প্রধান বক্তা ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আব্দুর রহিম।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোহাইমিন বলেন, পৃথিবীকে চ্যালেঞ্জ জানাতে হলে নিজেকে তৈরি করতে হবে। বাধাবিপত্তি আসবেই, তবে কী হতে চাও তা নিয়ে পরিকল্পনা করতে হবে এবং সে রোডম্যাপ অনুযায়ী এগোতে হবে। এই পথে পরিশ্রমের কারণে কখনো হতাশ হওয়া যাবে না। নিজের উন্নয়ন অব্যাহত রাখতে হবে। যদি নিজেকে যুগোপযোগী করে গড়ে তুলতে না পারো, তাহলে উন্নত বিশ্ব তোমাদের গ্রহণ করবে না। সেজন্য সময়কে কাজে লাগিয়ে সফলতার জন্য ছুটে চলতে হবে। এই পথচলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিঁড়ি হিসেবে পাশে থাকবে। এই উপজেলায় ছাত্রশিবিরের জনশক্তি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গনি, ছাত্রশিবির চট্টগ্রাম জেলা পশ্চিমের সেক্রেটারি ফরমানুর রহমান জাহিন, অফিস ও সাহিত্য সম্পাদক সারতাজ আরেফীন ফাহিম, আনোয়ারা শহরের সাবেক সেক্রেটারি কামরুল ইসলাম এবং পশ্চিমচালা মাদ্রাসার শিক্ষক মহিউদ্দিন। এ সময় শহর ও পশ্চিম শাখার অন্যান্য দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।